বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

সিলেটে মানুষ আকৃতির গাভীর বাচ্চা প্রসব!

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৪ ১১:৪৭:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
167

সিলেট সদর উপজেলার শহরতলী খাদিমপাড়া ইউনিয়নে একটি গাভী মানুষ আকৃতির বাচ্চা প্রসবের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 


জানা যায় ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বংশীদর গ্রামের টিলাবাড়ি তাহির আলীর গৃহপালিত পশু গাভীগরু মানুষের আকৃতি একটি বাচ্চা প্রসব করে।




গরুর মালিক তাহির আলী জানান গত ১৫ মাস পূর্বে এই গাভী একটি মৃত বাচ্চার জন্ম দেয়। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মানুষের আকৃতির আরেকটি মৃত বাচ্চার জন্ম দেয়। গরুটির মৃত বাচ্চা দেখে আমরা ভয় পেয়ে য়াই। এ রকম ঘটনা আমার বয়সে আর কখনো দেখেননি বলে তিনি জানান।




এদিকে এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ আশপাশের এলাকার শতশত লোকজন তাহির মিয়ার বাড়ীতে মানুষের আকৃতির গরুর বাচ্চা টি দেখতে প্রচন্ড ভীড় করেন।




গরুর মালিক তাহির আলীর চাচাতো ভাই আব্দুল মতিন জানান ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ অনুযায়ী গত জুন মাসে গরুটির বাচ্চা হওয়ার কথা। কিন্তু ৪ মাস অতিবাহিত হয়ে সোমবার বিকেলে গরুর প্রসব ব্যাথা অনুভব করলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার আসার পূর্বেই বাচ্চা ডেলিভারি হয়। এতে দেখা যায় বাচ্চাটির মাথা মানুষের আকৃতির মতো। বাকি অংশ গুলো গরুর মতো হলেও বাচ্চাটির পা নেই।

তিনি আরও জানান, যেখানে ১০ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ার কথা। তা না হয়ে চার মাস বেশী সময় অতিক্রম করেছে। এটি ডাক্তারি ভুল চিকিৎসা না কি আল্লাহর পক্ষ থেকে এমন হয়েছে। আল্লাহই ভালো জানেন।  


এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান এমন ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি। গরুর বাচ্চা টি গত রাতেই মাটি দেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি