মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে ভারতীয় মদ জব্দ, যুবক আটক

  • প্রকাশের সময় : ২০/১০/২০২৪ ০৮:৩৬:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের দোয়ারাবাজারে ভারতীয় মদ জব্দ, যুবক আটক।
Share
105

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদ চালানসহ আব্দুল জলিল(৪০) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।


রোববার (২০ অক্টোবর) উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজ থেকে তাকে আটক করা হয়।


আটককৃত আব্দুল জলিল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজের উপর অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা অফিসার চয়েস মদসহ জলিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি