পুলিশের খাঁচায় বন্দি হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সদস্য ও বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বকুল।
শুক্রবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।
ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জেলহাজতে রয়েছেন।