মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
টাকা ও স্বর্ণালংকার লুট

বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০৮:৫১:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি।
Share
64

মৌলভীবাজারের কমলগঞ্জ বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার (১৩অক্টোবর) শেষরাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়।


জানা যায়, সোমবার (১৪অক্টোবর) মিছির মিয়ার ছোট মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কেনাকাটা করা হয়েছে। বিয়ের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকার কিনে আনা হয়েছিল। রোববার রাতে ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে।


ভুক্তভোগী মিছির মিয়া বলেন, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচিগেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়েসহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’


প্রতিবেশী শহীদ ও আমিন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে সেই কামনা করছি।’


এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি