সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩অক্টোবর) বেলা ১টায় বিক্ষোভ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনির সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা ফাহিম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লিটন আহমেদ, সাবেক ছাত্রনেতা আবদুস সালাম টিপু, যুবদল নেতা হাবিবুল বাশার হাবিব, মহানগর বিএনপি নেতা মোস্তাফা কামাল ফরহাদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, করুণাময় সিংহ, ইমাম উদ্দিন ইমাম, নজরুল ইসলাম, আলফুজ্জান বকুল, আব্দুস সালাম, আজিজুল হক আরজু, কাবুল আহমেদ, উজ্জ্বল আহমেদ, হেলিম উদ্দিন, মুহিব চৌধুরী, জাবেদ আহমেদ মুহিদ, মিজানুর রহমান মিজান, শরিফ উদ্দিন, খালেদ আহমেদ, ময়নুল ইসলাম, পারিসুর রহামান, জাকির হোসেন বাবলু, জালাল হোসেন, কামরুল ইসলাম, আজিদ আহমেদ, জুবেল আহমেদ, রাহিল আহমেদ সহিদ আহমেদ, দিলওয়ার হোসেন, জয়নাল আহমেদ, খাইরুল ইসলাম সবুজ, তারেক আহমেদ, কবির আহমেদ, মাসুদ মুন্না, শের আলী, ইফতেখার আহমদ, মারজান হোসেন, আমির হোসেন, নাঈম ইসলাম, কামাল আহমেদ, পারভেজ আহমেদ প্রমুখ।