বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

সিলেটে প্রতিমা বি.স.র্জ.নে.র মধ্যদিয়ে শেষ হলো দুর্গা উৎসব

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০৫:৩০:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: রেজা রুবেল।
Share
33

সিলেটে বিজয়া দশমী শেষে ভক্তদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গা উৎসব। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।


৫ দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে রোববার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে সিলেটের চাঁদনী-ঘাটে প্রতিমা বিসর্জন  শুরু হয়। প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী।


এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে- এ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।


জানা যায়, বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন সংঘের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয় সিলেটে। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হয় দশমীর আচার-অনুষ্ঠান।


বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের বেশকয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়িত্বে রয়েছে।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা গেছে, ৫৯৩টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়। সিলেট জেলায় মোট ৪৪০টি মণ্ডপে দুর্গা পূজার হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় ১৫৩টি মণ্ডপে দুর্গা পূজার হয়েছে। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি