মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

সিলেটে সাড়ে ৭৮ লক্ষাধিক টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০৫:০৩:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
67

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য এবং একটি ট্রাক ও অটোরিকশা (সিএনজি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রোববার (১৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।


দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।


বিজিবি জানায়, রোববার (১৩অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের কোম্পানীগঞ্জ কালাইরাগ ও সুনামগঞ্জের বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায়  অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে ভারতীয় আপেল ৫ হাজার ৬০০ কেজি, চিনি ১ হাজার ৭৫০ কেজি, ২৩ বোতল মদ , বাংলাদেশী রসুন ১৭ হাজার কেজি, সুপারি ১০০ কেজি। এসময় একটি টাটা ট্রাক ও একটি অটোরিকশা(সিএনজি) জব্দ করা হয়।  যার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।


এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এইসব চোরাচালানী মালামাল আটক করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি