মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

বিএনপি নেতা হাজী মুজিবের বিরুদ্ধে সাবেক মেয়র মধুর যতো অভিযোগ

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০৩:১৯:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
58

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) বিরুদ্ধে সাম্প্রদায়িক তৎপরতা ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধু।


রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ডাকবাংলো পুকুরপাড়ে নিজ বাসায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে মহসীন মিয়া অভিযোগ করে বলেন, গতকাল শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগান দুর্গা মন্ডপসহ বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে বিএনপি নেতা হাজি মুজিবুর রহমান চৌধুরী চরম উষ্কানিমূলক বক্তব্য দেন।


হাজি মুজিবুর রহমান চৌধুরী এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতংক ভীতি ও অসন্তোষ বিরাজ করছে।


হাজি মুজিবের এই হুমকির কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আমার নিকট অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজি মুজিবের এই কর্মকান্ডে তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে দলটিতে এদেশের সকল ধর্ম বর্ণের মানুষের সমাগম ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। বিএনপিসহ বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের সবার উচিৎ দেশকে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কাজ করে যেতে হবে।


মহসীন মিয়া আরও বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করতে চাই শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির জায়গা- এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হাতে প্রতিহত করতে বদ্ধপরিকর। হাজি মুজিবের এই অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি