জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র পৃথক অভিযানে অর্ধ কোটি টাকার চোরাচালানের পন্য জব্দ করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ৩দিনে এসব পন্য জব্দ করা হয়।
রোববার (১৩ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্র থেকে রোববার (১১-১৩ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে গরু, মহিষ, চিনি, যৌন উত্তেজক ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার পন্য জব্দ করে। যার আনুমানিক মুল্য সর্বমোট ৫১ লক্ষ ২০ হাজার ১০০ টাকা।
জব্দকৃত এসব মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।