সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্থা" ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সংস্থা'র কার্যকরি কমিটির সভায় অনুমোদিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে সকল সদস্যদের অবহিত করা হয়। সাধারণ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক বেশ কয়েকটি উন্নয়ন মূলক সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংস্থা'র সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক আহমদ, অর্থ সম্পাদক মাও. আব্দুল আজিজ, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খয়রুল ইসলাম, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, জাবের হোসেন সামন, সদস্য কছির উদ্দিন, আবু সাইদ শাহীন, আব্দুল মুকিত, আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।