মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

টানা ছুটিতে লাউছড়ায় রাজস্ব আয় ১ লাখ টাকা

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৪ ০৮:১৫:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
39

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চার দিনের সরকারি ছুটিতে পর্যটক আগমনে মুখরিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকে বেড়াতে এসেছেন অগণিত ভ্রমণপিপাসু। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলেও রয়েছে পর্যটকদের উপস্থিতি।


হোটেল ও রিসোর্ট মালিকরা জানিয়েছেন, দীর্ঘদিন মন্দাভাব থাকলেও গত দুই-তিন দিন প্রচুর পর্যটক আসায় তাদের মধ্যে আশার আলো জেগেছে।


বন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহীদুল ইসলাম বলেন, ‘গত দুই দিনে লাউয়াছড়ায় ১ হাজার ১০০ পর্যটক এসেছেন। সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ১ হাজার ১৪২ টাকা।’


সিলেট জালাবাদ গ্যাসের ম্যানেজার হামিদ হোসেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে বেড়াতে এসেছিলেন। শনিবার (১২ অক্টোবর) কথা হলে তিনি বলেন, ‘চার দিন ছুটি পেয়ে সবুজ প্রকৃতির টানে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি মাধবপুর লেকে। আমার সবচেয়ে ভালো লাগছে, এখানকার প্রকৃতি উজারভাবে আমাদের আপ্যায়ন করছে।’


ফরিদা ইয়াসমিন নামে আরেকজন বলেন, ‘আমরা প্রথমে লাউয়াছড়া ঘুরে এখন মাধবপুরে এসেছি। এখানের প্রকৃতি ও লেকের শাপলাগুলো দেখে মন আনন্দে ভরে উঠেছে। যায়গাটা দারুণ উপভোগ্য।’


শ্রীমঙ্গলের গ্র‍্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, ‘গত দুই-তিন দিন ধরে পর্যটকরা আসতে শুরু করেছেন। আমাদের রিসোর্টের কোনো সিট খালি নেই। পর্যটক আসায় আমাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আশাকরি, আগামী দুই দিনও পর্যটকদের ভিড় থাকবে।’


বন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো.শহীদুল ইসলাম বলেন, ‘গত দুই দিনে লাউয়াছড়ায় ১১০০ পর্যটক এসেছেন। সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ১ হাজার ১৪২ টাকা।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি