মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে পূজা মন্ডপ পরিদর্শনে মিজান চৌধুরী

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৪ ০৭:৪৫:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের দোয়ারাবাজারে পূজা মন্ডপ পরিদর্শনে মিজান চৌধুরী।
Share
44

শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।


শনিবার (১২অক্টোবর)দিনব্যাপী উপজেলার বিদ্যা জননী যুব সংঘের সার্বজনীন পূজা মন্ডব, নীল কন্ঠ ত্রিশাল যুব সংঘের সার্বজনীন পূজা মন্ডবসহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।


এ সময় উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে মিজানুর রহমান চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে দোয়ারাবাজারে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে দোয়ারাবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে দোয়ারাবাজারের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপুজা উৎসব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে দোয়ারাবাজার উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি