মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃ ত্যু

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৪ ০৭:৩২:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
62

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতের নাম রেজুয়ানুল হক (২২)।


শনিবার (১২ অক্টোবর) বিকেলে সিন্দুরখান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রেজুয়ানুল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সিন্দুরখান ইউনিয়নের সাব জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের তাজুল ইসলামের ছেলে।


এদিকে অপর লাইনম্যান মোস্তাফিজুর রহমান আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বেলতলী এলাকায় পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান রেজুয়ানুল হক।


মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনিরুল ইসলাম সুজন বলেন, সিন্দুরখাঁনে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে রেজুয়ানুল মৃত্যুবরণ করেছেন।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।


মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, নিহতের ঘটনায় সঞ্চালন লাইন বন্ধের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। এ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি