মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিহত

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৪ ০৪:৫২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
81

সিলেটের জাফলংয়ে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে জাওয়াত আহমেদ (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন।


শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত আহমেদ জাওয়াদ ময়মনসিংহ জেলা শহরের নাহার রোডের ডাক্তার আফতাব উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি  ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি