শারদীয় দুর্গোৎসবে বিদায়ের সুর। দুর্গাপূজার আয়োজন যে শেষের পথে। পঞ্জিকামতে, এবার মহানবমী ও দশমী তিথি একই দিনে পড়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে নবমী বিহিত পূজা শেষে দশমী বিহিত পূজাও সম্পন্ন হয়। রোববার প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হবে।
শাস্ত্রমতে, নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল। এ দিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে দেওয়া হয় আহুতি।
সিলেটে শনিবার ভোর থেকে নবমী ও দশমী পুজায় মন্ডপে মন্ডপে ভক্তদের ভিড় দেখা যায়। সকালে থেকেই পূজায় অঞ্জলি নিতে মন্ডপগুলোতে হাজির হন ভক্তরা।
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মণ্ডপে পূজায় এসেছিলেন মিতালী চক্রবর্তী। তিনি বলেন, এবার নবমী ও দশমী তিথি একই দিনে পড়ে যাওয়ায় পূজা একদিন আগে শেষ হচ্ছে। মাকে কালকে বিদায় জানাতে হবে ভেবে বেশ কষ্ট হচ্ছে।
সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের ভাপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব সিলেট প্রতিদিনকে বলেন, শনিবার ভোরে নবমী ও দশমী বিহিত পুজা একসাথে শেষ হয়েছে। এখন আর কোন ধর্মীয় আচার-অনুষ্ঠান না থাকলেও দেবী আজকে থেকে রোববার নিরঞ্জন সম্পন্ন হবে।
এদিকে পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে আয়োজকরা বলছেন, শনিবার দশমী পূজা হয়ে গেলেও রোববারই করা হবে প্রতিমা বিসর্জন।