সারাদেশের মতো হবিগঞ্জেও পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তবে এবার দুর্গোৎসবকে ঘিরে জেলার বিভিন্ন মণ্ডপে দেখা গেছে ভিন্ন এক দৃশ্য। স্থানীয় কয়েকটি মণ্ডপের দেয়ালে শিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মানবতার বার্তা।
সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপের দেয়ালে। পাশাপাশি গাছ নিধনের ফলে দেখা দেয় পরিবেশ বিপর্যয় ও কার্বন ডাইঅক্সাইডের তীব্রতার বার্তাও দেওয়া হয়েছে মানবিক বিশ্বের প্রতি। সেই সঙ্গে মানবতাবিরোধী অশুভ শক্তির হাত থেকে মুক্তির প্রার্থনা জানিয়ে সাজানো হয়েছে এসব মণ্ডপে।
সচেতনতা সৃষ্টির পাশাপাশি এতে প্রকাশ পেয়েছে মানবতাবাদী মানুষের। আমরা ক’জন ও বসুন্ধরা সংসদ এবং বন্ধুমহল সংসদসহ হবিগঞ্জ শহরের কয়েকটি পূজামণ্ডপে এসব চিত্র তুলে ধরে প্রশংসা কুড়াচ্ছে। সেই সঙ্গে দর্শনার্থীর মাঝে মানুষের জন্য মানবতার বার্তা বিলিয়ে দিচ্ছে।
প্রতিদিন পূজায় এসে মণ্ডপগুলোতে ভিড় করছেন দর্শনার্থী। তাদের অনেকেই ভিড় জমিয়ে এসব চিত্র দেখছেন। কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখছেন দেয়ালের এসব চিত্র।
পূজায় আসা শম্পা চক্রবর্তী জানান, কিছুদিন আগে হবিগঞ্জ বন্যাকবলিত হয়েছিল। এ সময় চরম দুর্ভোগে পড়েন প্রায় ৩০ হাজার মানুষ। জেলার অনেক এলাকায় এখনও বন্যা রয়েছে। দেয়ালের এসব চিত্র আবারও মনে করিয়ে দিল সেই কথা। সেই সঙ্গে মানুষের জন্য মানুষের দায়িত্ববোধের বার্তাও দিচ্ছে চিত্রগুলো। তাঁর বিশ্বাস, এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এগিয়ে আসবেন দেবী দুর্গা।
উৎপল রায় জানান, দেশের বিভিন্ন স্থানে সড়কের দু’পাশে গাছ কাটা হচ্ছে। এ ছাড়াও সিলেট বিভাগের বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত। এতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে। পাশাপাশি পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। এসব চিত্র মনে করিয়ে দিচ্ছে গাছ নিধন নয়, গাছ রোপণ করার কথা।
আশীষ কুমার পায়েল জানান, ধর্ম মানবতার কথা বলে, ধর্ম নিরপেক্ষ। দেয়ালের এসব চিত্রই বলে দেয় ধর্ম মানবতার।
অনিক চক্রবর্তী জানান, প্রতিবছরই পূজায় এসে মণ্ডপগুলো দেখি। তবে এ বছর চোখে পড়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে চিত্র এঁকে বন্যাদুর্গতদের কষ্টের কথা বলা হয়েছে। বলা হয়েছে মানুষের জন্য সুন্দর পৃথিবী গড়তে গাছ লাগানোর কথা।
শহরের ঘাটিয়া বাজার এলাকার আমরা ক’জন ও বসুন্ধরা সংসদের সদস্য কেশব মিত্র জানান, এবারের পূজায় দেবীর কাছে দুর্যোগ মুক্তির প্রার্থনা জানাতেই এমন আয়োজন। বন্যায় দুর্ভোগের চিত্র সবার কাছে তুলে ধরতেই মণ্ডপের দেয়ালে এমন চিত্র আঁকা হয়েছে।
শহরের গার্নিং পার্ক বন্ধুমহল পূজামণ্ডপের সহসভাপতি জানান, বৃক্ষ রোধন নয়, কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্তি পেতে প্রয়োজন বৃক্ষ রোপণ। এবারের দুর্গোৎসব থেকে সবাইকে উদ্বুদ্ধ করা হবে বৃক্ষ রোপণে।