বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজমান : বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৪ ০৫:৫৫:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি সুদীর্ঘকাল থেকে বিরাজমান রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে এবং সকলের সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক  বাংলাদেশ এগিয়ে যাবে। এই দেশে সকল জাতিধর্মের সম্মিলনে সুন্দর বন্ধন বহমান আছে। আমাদের সকলের এই অসাম্প্রদায়িক চেতনা জাতিকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। শারদীয় দুর্গাপূজায় উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন তিনি।


তিনি বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।


স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাফলং চা-বাগান এলাকায় একটি বিদ্যালয়ের খুবই প্রয়োজন মনে করছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে সর্বজনীন দূর্গা পূজামন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত  কথাগুলো বলেন।


পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ আহমদ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ নিতাই,জাফলং চা বাগান পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি