মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

ঢাকা থেকে বানিয়াচংয়ের ইউপি চেয়ারম্যান আহাদ আটক

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৪ ০৩:০৩:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আহাদ মিয়া।
Share
32

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আহাদ মিয়াকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে দুপুরে র‌্যাব-১ ও ৯ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করে।


আহাদ হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় গত ২, ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় করা তিন হত্যা মামলার অন্যতম আসামি।


র‌্যাবের বরাতে ওসি মো. আলমগীর কবীর বলেন, আহাদ রাজধানীতে অবস্থান করে বিদেশে পালাতে চেয়েছিলেন। র‌্যাব তাকে আটক করে খবর থানায় খবর দেয়।


তিনি জানান, আন্দোলনে রিপন শীল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ রাতে ঢাকা গেছেন। তাকে সদর মডেল থানায় আনার পর আদালতে সোপর্দ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি