মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

পূজামন্ডপে গান পরিবেশন নিয়ে বিতর্ক, আটক ২

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৪ ১২:১২:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
40

চট্রগ্রাম নগরের জে এম সেন হল পূজামণ্ডপে গান পরিবেশন বিতর্কের ঘটনায় দুইজনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।


শুক্রবার (১১ অক্টোবর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।


এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন তিনি।


এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।


পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।


জানা গেছে, পূজা উদ্‌যাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি পূজামণ্ডপে গান করতে যায়।


সংগঠনটির সদস্যরা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ শিরোনামে গান।


এর মধ্যে দ্বিতীয় গানটির একাংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি