ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে।
যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশিয় অস্ত্র ও দেশি-বিদেশি মুদ্রাসহ এক নারী ও তিন পুরুষকে আটক করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ও মাদক কারবারি।
বৃহস্পতিবার (১০ অক্টােবর) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনী, সিলেটের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূঁইয়ার স্ত্রী মোছা. রুবি আলমগীর ভূঁইয়া, আলমগীর ভূঁইয়ার ছেলে সানি ভূঁইয়া, সামি ভূঁইয়া ও সিয়াম ভূঁইয়া।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন'র (র্যাব-৯) সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল জানান- অভিযানকালে ৪জনের কাছ থেকে ১ হাজার ২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র, ৯৯ হাজার ১০০ টাকা, ভারতীয় ২ হাজার ২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়াল জব্দ করা হয়।
সেনাবাহিনীর ৩৩ বীর ও র্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)এর টিম এই যৌথ অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।