মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে : ইমদাদ চৌধুরী

  • প্রকাশের সময় : ১০/১০/২০২৪ ১২:৫১:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দের্শে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানা ও বিমান বন্দর থানার অন্তর্গত ১৪টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বুধবার চা-চক্র ও উপহার বিতরণ কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকব। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অশুভ শক্তির পতন হয়েছে। মানুষে মানুষে ভাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য।


তিনি বলেন, আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। আওয়ামী লীগ সব সময় বলতে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের নাকি সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আপনারা যদি দেখেন, অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, তার নেতৃত্বে তাদের লোকেরাই ছিল। বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করব। সেই লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।


সমর চৌধুরী সভাপতিত্বে লসি কান্ড বিশ্বাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক স্বপন পাল, বাগবাড়ী সর্বজনীন পুজা কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল দে, মহামায়া শিবের বাজার পূজা কমিটির সাধারণ সম্পাদক জিতু চন্দ, উদয়ন ভাটি পূজা কমিটির সভাপতি সুবীর তালুকদার, বিজিত তালুকদার, সুদীপ ঘোষ, সুশংক দাস, বাশেন্ড দাস, বিজয় দাস, কিংকর পাল, সঞ্জয় পাল, সুজন দে, লিটন চন্দ্র নন্দ,  সজল কুমার দাস, পটল চন্দ, ইমন কান্তি দাস, আশেষ তালুকদার, রিপন পাল, অভিরাম দাস, লামীকান্ত বিশ্বাস প্রমুখ। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি