শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

বিশ্বনাথে দুর্নীতির দায়ে অধ্যক্ষ বরখাস্ত

  • প্রকাশের সময় : ০৮/০৯/২০২৪ ০৫:১৭:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার’ অধ্যক্ষ আবু তাহির মো: হুসাইন’কে দূর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


গত ২ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে এই আদেশে স্বাক্ষর করে জারি করেন শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো: সিদ্দিকুর রহমান। 


আর এই আদেশের পর রোববার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষক মাও: মখলিছুর রহমানকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রাক্ষণ ছাত্র আজমল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদেশনামা পড়ে শোনান উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।


এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি মতিউর রহমান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক এটিএম নুর উদ্দিন, আলতাফুর রহমান, প্রাক্তন ছাত্র আব্দুর রব সরকার। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


তবে তার বরখাস্তের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবু তাহির মো. হুসাইন বলেন, এই আদেশের উপর তার যতেষ্ট সন্দেহ রয়েছে। আগামী ৫/৭দিনের ভেতরে তিনি সঠিক তথ্য তুলে ধরবেন বলে জানান।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি