শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

দোয়ারাবাজারে বিদ্যালয়ের ভূমি জবরদখলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৪ ০৬:৪৯:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়ের ভূমি জবরদখলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ সভায় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে তাদের দোসররা মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের ভূমি জবরদখলসহ আধিপত্য বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্বৈরাচার পতনের পর এরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মানহানি করে আসছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ অবিলম্বে বিদ্যালয়ের জমি দখল মুক্ত করার দাবি জানান।


এসময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাহীন, সোহাগ, সাইফুল, রিটন মিয়া, রইছ মিয়া, রোহান মিয়া, রাকিব, মাহিন, রায়হান, হাসান, সুমন, মনির, ইয়াছিন, সাকিবুল প্রমুখ। পরে শিক্ষার্থীরা ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি