হবিগঞ্জের বিভিন্ন বন্যাদূর্গত এলাকায় সরকারি প্রতিষ্ঠানের ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরবর্তী সময়ে ফসলি জমিতে করণীয় বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আজ বৃহস্পতিবার বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মাঠ পরিদর্শন, পার্টনার ফিল্ড স্কুল (ধান) এর সেশন পরিচালনা, রাজস্ব আউশ বিনাধান ২১ এর মাঠ দিবস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে বিশেষ সভা আয়োজন করে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
হবিগঞ্জ শহরতলী বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যাদূর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায় । ত্রাণ বিতরণকালে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বিগত সরকারের চাঁদাবাজী, অন্যের সম্পদ লুন্ঠন করে ও দুর্বৃত্তায়নের সমালোচনা করেন। আজ জেলা বিভিন্ন উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় হবিগঞ্জ জেলা বিএনপি’র স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া ও মতুরানগর গ্রামে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীবৃন্দ নৌকাযোগে ঐ সব এলাকায় বন্যাদূর্গতদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিয়াদসহ সংগঠনের নেতৃবৃন্দ।