মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

বন্যাদুর্গতদের ঘর দেওয়ার অঙ্গীকার অনন্ত-বর্ষার

  • প্রকাশের সময় : ২৬/০৮/২০২৪ ০৩:৫২:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
26

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বিনোদন জগতের তারকারা। এর মধ্যেই ক্লোজআপ তারকা সংগীতশিল্পী সালমা, ছোটপর্দার অভিনেত্রী তানহা তাসনিয়া ও অভিনেত্রী রিমু রোজা খন্দকারসহ অনেক তারকা বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন।


তারা নিজেদের পারিশ্রমিকের টাকা বন্যাদুর্গতদের দিয়ে সহযোগিতার করেছেন। এবার বন্যাদুর্গতদের ঘর তৈরি করে দেওয়ার অঙ্গীকার করলেন ঢালিউড অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা। 


এ মুহূর্তে দেশের বাইরে আছেন অনন্ত জলিল ও বর্ষা। ব্যবসায়িক কাজে প্রায়ই দেশের বাইরে থাকেন তারা। এমন অবস্থায় সামাজিকমাধ্যমে বন্যার্তদের জন্য ঘর তৈরি করে দেওয়ার সহযোগিতার আশ্বাস দিলেন এ তারকা যুগল। এদিকে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনায় নিন্দা জানান অনন্ত জলিল। সঙ্গে এও বলেন, দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন তিনি।


সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সবকিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি— এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই। অসহায় মানুষকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’

নন্ত আরও লিখেছেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাইরে অবস্থান করছি। ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’


অন্যদিকে অভিনেত্রী স্ত্রী বর্ষা সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘একা করলে সেটি ছোট কিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশি কিছু।’ তিনি বলেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি