শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

বৃটেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের গ্রীষ্মকালীন বনভোজন

  • প্রকাশের সময় : ১৩/০৮/২০২৪ ১১:২৫:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, সাড়া বিশ্বের ন্যায় বৃটেনে এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন বা পিকনিক উৎসব। পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা। এ যেনো এক প্রাণের বন্ধন, কমিউনিটির একে অন্যের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিশ্বাস ও আস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে সোমবার (১২ আগষ্ট) বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামুদ্রভ্রমণের উদ্দেশ্যে দু’টি  কোচ বহরে ওয়েলসের টেনবী বীচে এক পিকনিক উৎসবের আয়োজন করা হয়েছে। 


বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউকে’র কনভেনার ও ওয়েলফেয়ারের ট্রাষ্টি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত পিকনিক উৎসবের আনন্দ সভায় বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ দেওয়ান আব্দুল লতিফ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক ও ওয়েলফেয়ারের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলফেয়ারের ডিরেক্টর নজির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট শাহ্ গোলাম কিবরিয়া, আনসার মিয়া, সেবুল আলী, রমজান মিয়া, শহিদুল ইসলাম,জিলু মিয়া, আনছার মিয়া ও কচুয়া আদর্শ গ্রাম আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের ট্রাষ্টি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।


পিকনিক স্পটে কার্ডিফ শহরের বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ও অন্যান্য কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ  কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে পরিবার-পরিজন সহকারে যোগদান করায় এক মিলনমেলায় পরিণত হয় বার্ষিক এ বনভোজন। গ্রীষ্মকালীন এই বনভোজনে অংশগ্রহণকারী প্রতিটি পরিবারের পক্ষ থেকে সমুদ্র সৈকতে আনা মাজাদার খাবার একে অন্যের মাঝে ভাগাভাগি করে খাওয়া দাওয়ার মাধ্যমে  ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করা হয়েছে। 


সবচেয়ে আকর্ষনীয় ছিল ভাবিদের হাতের নানারকম পিটা, পায়েশ, ছমচা, সন্দেশ ও বোরহানির মত সুস্বাদু মজাদার খাবার। হরেক পদের মুখরোচক বাঙালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকেন। যারা রান্না করেছেন, তাদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান। পিকনিক স্পটে বাচ্চারা তাদের ইচ্ছা মত বালুর মাঝে খেলাধুলা, লবনাক্ত পানিতে সাঁতার কাটা, হৈ হুল্লোড়, ও ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করে। 


দিনব্যাপী সমুদ্র সৈকত ভ্রমন ও বনভোজনের আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। প্রবাসীরা যখন সুখের দোলায় উক্ত মনোরম স্থান ত্যাগ করেন তখন সুর্য প্রায় হেলে পড়েছে সাগর পাড়ে। সুর্যাস্তের এই দৃশ্য খুবই চমৎকার ছিলো। 


বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এরে চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে এক নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। দূর বিদেশে অবস্থানকালে সকলের সাথে সকলের মেলামেশা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করে তিনি আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 


সংগঠনের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে মনোমুগ্ধকর বনভোজন এর আয়োজন সম্ভব হয়েছে বলে উল্লেখ করে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর বলেন, কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়  আমাদের আজকের বার্ষিক এ বনভোজন। তিনি আগামী দিনের ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিটি অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও কামনা করেন। 


কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার এই আনন্দঘন দিন আমাদের ভবিষ্যতের স্মৃতি চারণে সবসময় জাগ্রত থাকবে বলে উল্লেখ করে আগামী বছর এ-রকম আয়োজন কমিউনিটির জন্য উম্মুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি