শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

মিথিলার গাড়িতে তল্লাশি

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৪ ০৬:৫২:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে গতকাল সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশজুড়ে চলছে আনন্দ মিছিল। একদিকে যেমন চলে উল্লাস, তেমনি বিভিন্ন জায়গার রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশিও করে ছাত্র-জনতা। কারণ সদ্য ইতিটানা শাসক দলের নেতাদের খুঁজছিলেন তারা।



আর এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিচিত যুবক আমার গাড়ি দুইবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাদের প্রশ্ন করি কেন তারা এটা করছে? তারা আমাকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেয়, “গাড়িতে আমি আওয়ামী লীগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা!” তাঁরা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’


মিথিলা আরও লিখেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমার দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’


মিথিলার এমন পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। জানিয়েছেন শান্তিপূর্ণ থাকার আহ্বানও। 


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি