শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

পাকিস্তানেও সিনেমা ছড়িয়ে দিতে চান শাকিব

  • প্রকাশের সময় : ২৮/০৭/২০২৪ ০৪:২৫:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
10

ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা এখন দেশের গন্ডি ছেড়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে। তবে এ জনপ্রিয়তা আরও বাড়াতে চান শাকিব। তাই পাকিস্তানেও ঢালিউড সিনেমা ছড়িয়ে দিতে চান অভিনেতা।



একের পর এক ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। ‘প্রিয়তমা’র পর ‘তুফান’ নিয়ে মেতেছেন দর্শকরা। ‘রাজকুমার’ও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে ‘দরদ’।


 

সিনেমায় এমন সাফল্যের বন্যা এবার পাকিস্তানের মাটিতেও আনতে চান শাকিব। সেখানে মুক্তি দিতে চান নিজের অভিনীত সিনেমা।

 

এ প্রসঙ্গে পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন শাকিব। দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার আনন্দ প্রকাশ করার পাশাপাশি ওই সাক্ষাৎকারে পাকিস্তানের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন শাকিব।

 


পাকিস্তানের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করবেন কি না এমন প্রশ্নে শাকিব বলেন, পাকিস্তানে ছবি মুক্তি দেয়ার ইচ্ছা আছে, পরিকল্পনা করছি আমরা। অতীতে আমরা যৌথ প্রযোজনায় বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমা দেখেছি। সে ধারা আবারও চালু করার ইচ্ছা আছে।

 

 

তিনি আরও বলেন, ভারতীয় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা হয়েছে। সামনে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।

 

প্রসঙ্গত, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে ভিসা দেয়া হয় দেশের সুপারস্টার খ্যাত শাকিব খানকে। 


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি