তার জন্ম বেড়ে উঠা এবং লেখাপড়া, সবই যুক্তরাজ্যে। কিন্তু শেকড় এই বাংলাদেশের সিলেটে, গোলাপগঞ্জ উপজেলায়।
দাদা ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক, শিক্ষানুরাগী মরহুম নূর উদ্দিন।
বাবা একসময়ের তুখোড় ছাত্রনেতা, কারা-নির্যাতিত জাতিয়তাবাদী রাজনীতিবিদ মুনিম ঈমন।
চলতি বছরের মে মাসের শুরুর দিকে ইউকে ন্যাশনাল মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লন্ডনের কুইন হাসপাতালে নিজের কর্মজীবন শুরু করেছেন ডাক্তার ইশরাত ঈমন।
এর আগে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে অনার্স সম্পন্ন করেন।
গেলো বছর (২০২৩) তিনি বায়োমেডিক্যাল সাইন্সে শেফিল্ড হ্যাল্যাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
স্কুল এবং কলেজ জীবনেও তিনি প্রতিটি পরীক্ষায় মেধার পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
ডাক্তার ইশরাত ঈমনের পৈতৃক নিবাস গোলাপগঞ্জের ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামে।
তিনি গোলাপগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির একাধিকবারের নির্বাচিত সাবেক পরিচালক ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি, অকালপ্রয়াত সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুস সামাদ মোহাম্মদ কায়সার রমানের ভাতিজি।
ইশরাত ঈমনের একমাত্র ভাইও মেধাবী। দুই সন্তানের ভবিষ্যত জীবনে সাফল্যের জন্য দেশের সবার, বিশেষ করে দেশে-বিদেশে অবস্থানরত আছিরগঞ্জ এলাকার সর্বস্থরের জনসাধরণের দোয়া চেয়েছেন তাদের পিতা যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ সমাজসেবক মুনিম ঈমন।