বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সিলেটে উদ্ধারকৃত মর্টারসেল নিষ্ক্রিয়

  • প্রকাশের সময় : ১০/০৭/২০২৪ ০৯:২৭:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
80

সিলেটে উদ্ধারকৃত মর্টার সেল নিস্ক্রিয় করা হয়েছে।


আজ বুধবার পুলিশের বোম ডিজ্পজাল টিমের এডিসি (ডিবি) শাহারিয়ার আল মামুনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাত সাড়ে ৮ টায় মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হয়।


এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


এর আগেএয়ারপোর্ট থানার সাহেবের বাজার থেকে  মর্টার সেলটি (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে পেয়েছিলেন। মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিয়ে এ প্রতিবেদকের (মো. মতিউর রহমান, সিলেট সদর উপজেলা প্রতিনিধি) নজরে পড়ে।


পরে বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারকে অবগত করেন। এরপর বোম ডিসপোজাল টিমের সদস্যরা এসে এটি নিস্ক্রিয় করে।  


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি