শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

ব্রিটেনের মন্ত্রিসভায় সিলেটের রোশনারা আলী

  • প্রকাশের সময় : ১০/০৭/২০২৪ ১০:২৭:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
56

বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিশ্বনাথের মেয়ে ব্রিটে‌নের প্রথম ও পাঁচবারের সংসদ সদস্য  রোশনারা আলীকে গৃহায়ণ, কমিউ‌নি‌টি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


রোশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থে‌কে টানা চার মেয়াদে লেবার পা‌র্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বা‌চিত হয়ে আসছেন রোশনারা আলী। এবার এই আসনের নাম ও সীমানা প‌রিব‌র্তিত হলেও জয়ী হন তি‌নি।


রোশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রামে। ছোটবেলায় তি‌নি মা-বাবার সঙ্গে লন্ডনে আসেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি