সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি জামে মসজিদ ও শ্মশান কালি মন্দিরের নামে থাকা ৪টি পুকুরের মধ্যে একটি পুকুর নিজেদের নামে দলিল করে নেওয়ার অভিযোগে মানববন্ধন করা হয়েছে।
মসজিদ কমিটির সাবেক সভাপতি বাবুল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক লাল মিয়ার যোগসাজশে মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, টুটুল, আল আমিন জুয়েল মিয়া, রুবেল মিয়া, আলেকমান ও লোকমান হোসেন জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে দলিল করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজনে করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, মসজিদ ও শ্মশান কালি মন্দিরের টাকা ব্যয় করে কৌশলে নিজেদের নামে লিখে নিয়েছেন। এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এতে বক্তব্য রাখেন পাইকুরাটি জামে মসজিদ কমিটির সভাপতি মো.আকাশ মিয়া, মন্দির কমিটির সভাপতি স্বপ্ন দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পিন্টু দে পলাশ, গৃহিণী পপি আক্তার, নয়ন মণি, অঞ্জনা রানী কর প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার।