বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন

বর্ষায় ঘরের গন্ধ দূর করা উপায়

  • প্রকাশের সময় : ০৪/০৭/২০২৪ ০১:৪৫:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
31

বর্ষাকালে এই রোদ, এই বৃষ্টি! এ সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। বর্ষা  মৌসুমে ঘরেও স্যাঁতস্যাঁতেভাবের সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় বৃষ্টির কারণে ঘরের মধ্যে ভেজা কাপড় শুকানোর কারণে এ গন্ধ আরও প্রকট হয়।


আবার বর্ষার পানি আসার কারণে অনেক সময় জানালা-দরজা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। বর্ষায় ঘরের এমন স্যাঁতস্যাঁতেভাব দূর করতে কী কী করবেন জেনে নিন-


ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কোনো একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার ঢেলে রাখুন। ভিনেগার রাতারাতিই ঘরের দুর্গন্ধ শুষে নেবে।


চাইলে সুগন্ধি মাঝে মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন ঘরে। এতে ঘরের শোভাও বাড়বে, আবার গন্ধও কাটল।


রুম ফ্রেশনার ব্যবহার করুন। গন্ধ অনেকক্ষণ স্থায়ী হবে এমন ফ্রেশনার কিনুন।


বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও পরে থেমে গেলে জানলা খুলে দিন। এতে এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।


 জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি