বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৪ ১১:১৭:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
33

প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোর ফলে মে মাসে রেকর্ড প্রবাসী আয় এসেছে। এক মাসেই ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৩৭০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)।


একক মাস হিসাবে গত ৪৬ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়। মঙ্গলবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


দেশে ডলারের দামে অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সঞ্চায়নে চাপ এবং সর্বোপরি প্রবাসী আয়ে হুন্ডির থাবার কারণে কমতে থাকে প্রবাসী আয়। গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের জন্য যে হারে মানুষ বিদেশে গেছে, সে হারে প্রবাসী আয় বৃদ্ধি পায়নি। এসব কারণে প্রবাসী আয় বৃদ্ধিতে সর্বোচ্চ মনোযোগ দেয় সরকার। বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ায়, যাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডি-হাওলার দ্বারস্থ না হয়।


মে মাসের শুরুতে একসঙ্গে ৭ টাকা বাড়িয়ে প্রবাসী আয়ের ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়া শুরু হয়।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।


করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসাবে এরপর আর এত বেশি প্রবাসী আয় আসেনি। এরপর বিদায়ী মে মাসে এলো ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।


চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৩৭ কোটি ২৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি