রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন

সিওমেক নার্সেস এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী যারা...

  • প্রকাশের সময় : ০২/০৬/২০২৪ ০১:৩২:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
141

উৎসব মুখর পরিবেশে নার্সেস এসোসিয়েশন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১ জুন)  ওসমানী হাসপাতালের সেমিনার রুমে হলরুমে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান মজুমদার। রিটার্ণিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন ডাক্তার মোঃ আজিজুর রহমান রুমন। প্রিসাইটিং অফিসার ছিলেন কাঞ্চন রায়।


দিনব্যাপী ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান মজুমদার বিজয়ীদের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।


নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শামীমা নাছরিন, সহ সভাপতি হয়েছেন খাদিজা বেগম ও রেখা রানী।


প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ তাপাদার, কোষাধ্যক্ষ মো. তারিক হাসান, দপ্তর সম্পাদক মো. তাজমহল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপ্পু চন্দ্র চন্দ, বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ সুলেমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ।


কার্যকরী সদস্য- খন্দকার জুলফা আক্তার, টিংকু আচার্য্য, তানজিনা জেসমিন চৌধুরী, সাবিহা আকার, রোকেয়া বেগম, আসানুর নুর তারেক, রাবেয়া আক্তার, মোছাঃ কনক লতা, ইমরানা বেগম, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ লাইলী বেগম, সিক্তা রানী দে, অনামিকা ভট্টাচার্য্য।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি