সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

বিশ্বনাথে বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ২৪/০২/২০২৪ ০৫:৫৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
75

সিলেটের বিশ্বনাথে তিনদিন ব্যাপী মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীপাট বিষ্ণুপুরে সিদ্ধ বকুল তলায় শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব পালিত হয়েছে।


শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই অনুষ্ঠান পালন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করছেন সনাতন ধর্মাবল্বী লোকজন। 


আর এই অনুষ্ঠানে শনিবার দুপুরে সংবর্ধনা দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে। 


বৈষ্ণব রায়ং ধাম সংরক্ষন কমিটির সভাপতি অ্যাডভোকেট পল্লব চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।


বিশেষ অতিথির বক্তব্য রাখন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ট্রাস্টি প্রকৌশলী পিকে চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি