সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আবুল হোসেন

  • প্রকাশের সময় : ১২/০২/২০২৪ ০৬:৫১:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
84

বেতার দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ আয়োজিত শ্রোতা সম্মেলনে সাংবাদিক আবুল হোসেনকে ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে।


সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ডিয়াবাড়ী এলাকায় চেম্বার বিল্ডিংয়ে শ্রোতা সম্মেলনের আয়োজন করে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের সর্ববৃহৎ বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব।


ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেনের হাতে ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন। 


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে বেতারের সাবেক মহাপরিচালক সাবেক অতিরিক্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, এছাড়া বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলমসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


বিশ্ব বেতার দিবসে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ র‌্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরে এবং দুর্যোগ ও হ্যাম রেডিও বিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি