সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

কানাইঘাটে আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রে ফ তা র

  • প্রকাশের সময় : ১১/০২/২০২৪ ১০:৫৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

কানাইঘাটে রবি টাওয়ারের ব্যাটারি চুরি করে পালানোর সময় ছালিক মিয়া উরফে সালেহ আহমদ নামে আন্তঃজেলা চোর চক্রের সক্রীয় এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার ভোরে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফতেগঞ্জ এলাকায় সিএনজি গাড়ী সহ তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় আন্তঃজেলা চোর চক্রের অপর সদস্যরা পালিয়ে যায়।


গ্রেফতারকৃত ব্যক্তি ওসমানীনগর উপজেলার লালকৈলাশ মোকমবাড়ী গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে। সে বর্তমানে সিলেট শহরতলীর মোগলাবাজার থানার চান্দাই শিববাড়ী এলাকায় বসবাস করে আসছে।


জানা যায়, রবি টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এস.আই দেবাশীষ সূত্রধর একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় জনতার সহায়তায় রবি টাওয়ারের মূল্যবান ব্যাটারি সহ তাকে আটক করেন। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী দুলাল ও জসীম উদ্দিন সহ আরও কয়েকজন পালিয়ে যায়।


সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি