সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাসউদ আজহার নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার চাক্তা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার শিক্ষক।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ভিকটিম শিশুকে একা পেয়ে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। পরদিন শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে মাকে বিষয়টি জানায় ভুক্তভোগী শিশু। পরে রোববার সকালে ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ভিকটিম শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এর আগেও গত বছর ধর্ষনের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে তিনি জানান।