শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

রোগে আক্রান্তদেরকে চেক বিতরণ করলেন ব্যারিস্টার সুমন

  • প্রকাশের সময় : ০৪/০২/২০২৪ ০৭:০৩:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

হবিগঞ্জে মাধবপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেওয়া এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।


মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় ব্যারিস্টার সুমন জটিল রোগে আক্রান্তদের সরকারি সহায়তা তুলে দেন।


আসলে আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের উদ্যোগে তারণ্যের সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মাধবপুর উপজেলার ১৬ জন রোগীর প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।


সিলেট প্রতিদিন / স.ল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি