সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

নদী ভাঙ্গন ও বাঁধ পরিদর্শনে এমপি রনজিত

  • প্রকাশের সময় : ১৭/০১/২০২৪ ০৪:৫৩:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
242

সুনামগঞ্জ -১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার নির্বাচনী এলাকার


বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।


এ সময় নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধগুলো নির্মাণ করার জন্য নির্দেশনা ও নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন এমপি রনজিত সরকার। 


বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জামালগঞ্জ উপজেলার হালির হাওরের বিভিন্ন বাঁধ ও গনিয়ার বিল ক্লোজার পরিদর্শন শেষে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাইগঞ্জ বাজার, বাবুপুর ও নুরপুর এলাকায় সুরমা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন ।


এ সময় উপস্থিত নদীতীরবর্তী স্থানীয় জনতাকে খুব শীগ্রই নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। 


নির্বাচন পরবর্তী রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচনী এলাকার জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় সহ  এমপি রনজিত চন্দ্র সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন,  সাধারন সম্পাদক আল আমিন খান প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি