ইহলোকে বরাবরই সবাই বড়ত্বের কাঙাল; পেয়েও যায় অনেকেই
পরলোকে বড়ত্বের অধিকারী হয় কয়জন; সেতো হাতেগোনা
যারা পরলোকের শাহেনশাহ হয়ে যায়;
তাঁদের ইহলোক-পরলোক সফলতায় ভরা।
আমরা পরলোকের শাহেনশাহ হতে আসি
কেউ পারি, কেউবা হেরে যাই-
যারা পারি, তাঁদের দলে আমিও যেতে চাই, আমাকে সাথী করো...