সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
ইহলোক-পরলোক

মোহাম্মদ নুরুল ইসলাম’র কবিতা

  • প্রকাশের সময় : ১৫/০১/২০২৪ ১২:৫০:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
106

ইহলোকে বরাবরই সবাই বড়ত্বের কাঙাল; পেয়েও যায় অনেকেই

পরলোকে বড়ত্বের অধিকারী হয় কয়জন; সেতো হাতেগোনা


যারা পরলোকের শাহেনশাহ হয়ে যায়;

তাঁদের ইহলোক-পরলোক সফলতায় ভরা।


আমরা পরলোকের শাহেনশাহ হতে আসি

কেউ পারি, কেউবা হেরে যাই-


যারা পারি, তাঁদের দলে আমিও যেতে চাই, আমাকে সাথী করো...


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি