আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভার আয়োজন করেন সাবেক এমপি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি হাজারো কর্মীসমর্থকের উপস্থিতিতে জনসভায় পরিনত হয়।
উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আসা সহ-সহ্রসাধিক শাহীন ভক্তরা নিরবে বসে আছেন তাদের প্রিয় ব্যাক্তির মুখের কথা শোনার জন্য।
বক্তব্য শুরুর এক পর্যায়ে এম এম শাহীন উপস্থিত আপনজনদের উদ্দেশ্য করে বলেন, তিনি একটি দল (তৃণমূল বিএনপি) থেকে মনোনয়ন ফরম কিনেছেন। কিন্তু কুলাউড়ার প্রিয় মানুষদের মতানৈক্য থাকার কারণে তিনি আর সে দলের মনোনয়ন জমা দিবেন না।
এম এম শাহীন বলেন, কুলাউড়ার আপমর জনতা এবং কুলাউড়া থেকে যারা প্রবাসে বসবাস করছেন তাদের জন্যই রাজনীতি করেন তিনি। তাদের মনে কষ্ট দিয়ে তিনি কোন রাজনীতি করবেন না বলে কান্না শুরু করেন। এমন কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও করবেন না ঘোষনা দিয়ে মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলেন। প্রিয় নেতাকে ছোট্ট শিশুর মতো কাঁদতে দেখে অধৈর্য্য হয়ে ওঠেন উপস্থিত কর্মীসমর্থকরাও।
এসময় উপস্থিত কর্মীসমর্থকের অধিকাংশই হাউ-মাউ করে কেঁদে উঠেন এবং স্লোগান তুলেন ‘তারা দল-প্রতীক চান না, ব্যাক্তি এমএম শাহীনকে চান’। একপর্যায়ে নেতা কর্মীদের চাপা কান্না আর অনুরোধে শাহীন নিজের মত পরিবর্তন করতে বাধ্য হন এবং আগামী সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবাইকে শান্ত করেন।
এম এম শাহীনের একনিষ্ঠ কর্মী আব্দুল খালিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, প্রবীণ মুরব্বি সৈয়দ তফজ্জুল হোসেন তফই, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান টুটু, জয়চন্ডী ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন, শ্রীকান্ত দেব, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন জ্ঞানীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধশত কর্মী সমর্থক।