শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

সিলেটে কেমুসাস বইমেলার উদ্বোধন শুক্রবার

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ০৭:৩৯:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে‘সপ্তদশ কেমুসাস বইমেলা শুক্রবার (১ ডিসেম্বর) উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস।

এদিকে, বইমেলা সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নগরীতে এক প্রচার র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি সংসদ চত্বর থেকে বের হয়ে চৌহাট্টা পয়েন্ট হয়ে সংসদে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী সভায় বইমেলা উদযাপন কমিটির সদস্যসচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর পরিচালনায় শুরুতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর ও সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরি কমিটির সদস্য সেলিম আউয়াল, কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বইমেলা উপকমিটির সদস্য আব্দুল কাদির জীবন,সিরাজুল হক, মাসুদা সিদ্দিকা রুহী, চন্দ্র শেখর দেব, মাওলানা সোলাইমান আহমদ, জুবের আহমদ সার্জন, মো. রিপন মিয়া, তারেশ কান্তি তালুকদার, নূর মোহাম্মদ মুবিন চৌধুরী, কাজী শাহেদ বিন জাফর, হোসাইন ফাহিম, মকসুদ আহমদ লাল, আবু সালেহ আহমদ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ, কামাল আহমদ, ফরিদ আহমদ, ফতহুল করীম, মো. আলাউদ্দিন আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ ফসীহুল লিসান, মো. মোবারক খান, মো. দিদার আহমদ, মো. ফয়ছল আহমেদ, তানভির আহমদ প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর তার বক্তব্যে বলেন,সপ্তদশ কেমুসাস বইমেলাকে ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করছি।সেই চেষ্টার অংশ হিসেবেই আমরা এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা কেমুসাস বইমেলাকেও বাংলা একাডেমির বইমেলার মতো একদিন জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস রাখি।

সাধারণ সম্পাদক সৈয়দ মবনু তার বক্তব্যে বলেন,বিজয়ের মাসে আয়োজিত কেমুসাস বইমেলাকে আমরা পাঠক, লেখক এবং প্রকাশক বান্ধব করার প্রচেষ্টা চালাচ্ছি। সবার অংশগ্রহণে বইমেলা সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।

বইমেলা উপকমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান তার বক্তব্যে লেখক, পাঠকসহ সুশীল সমাজের উপস্থিতি কামনা করে বলেন, আমাদের নতুন প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে। এবং কেমুসাস বইমেলা সেই কাজটি সাফল্যজনকভাবে করবে বলে আমরা প্রত্যাশা করি।

এবারের বইমেলাটি সাহিত্য সংসদের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি