শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

সিলেটের ৬ আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ০৭:২৬:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
99

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ৪৮ মনোনয়নপত্র জমা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমাদেন প্রার্থীরা।

বিষয়টি বৃহস্পতিবার রাতে সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেটের রিটার্নিং ও কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.রাসেল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেটের ৬টি আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা হয়েছে।এরমধ্যে সিলেট-১ আসনে ৮টি, সিলেট-২ আসনে-১৪টি, সিলেট-৩ আসনে ৮টি, সিলেট-৪ আসনে ৪টি, সিলেট-৫ আসনে ৮টি ও সিলেট-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়ন দাখিল করা দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন এবং স্বতন্ত্র ১১ জন।

এর আগে বুধবার পর্যন্ত সিলেটের ৬টি আসনে নির্বাচনের জন্য প্রার্থীরা মোট ৫৫ টি মনোনয়ন ফরম ক্রয় করেন । এর বিপরীতে জমা পড়ে ৪টি ফরম। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ২টি, সিলেট সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি ও বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি মনোনয়ন ফরম জমা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি