শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

সপ্তম বারের মতো এমপি হতে মনোয়নপত্র জমা দিলেন উপলক্ষে আব্দুস শহীদ

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ০৬:৪৩:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ মননোয়নপত্র দাখিল করেছেন।

টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদসহ অন্যন্য সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

এ সময় আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ দলীও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


পরে তিনি প্রস্তাবক ও সমর্থকসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে ৭ম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনি মনোনয়পত্র দাখিল করেন।


প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন মানেই নিশ্চিত বিজয়। আর পঞ্চম সংসদ নির্বাচন (১৯৯১ সাল) থেকে টানা ছয়বার আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি হয়েছেন। এবারের মনোনোয়ন পেয়ে নির্বাচিত হলে টানা সপ্তমবার এমপি হওয়ার রেকর্ড গড়বেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আব্দুস শহীদ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি