রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
মৌলভীবাজার-৩ আসন:

মনোনয়ন দাখিল করলেন মোহাম্মদ জিল্লুর রহমান

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ০৬:৩২:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
49

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মনোনীত করেছেন। আমি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। এই মৌলভীবাজার-রাজনগর সংসদীয় আসনকে একটি স্মার্ট আসন উপহার দেয়া হবে। সেই লক্ষ্যে আমি উন্নয়নের মহা পরিকল্পনা করে কাজ করবো।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ- গ্রহের পৃষ্ঠপোষক ও প্রকাশক।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি