রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না রুয়েলের

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ১১:২৯:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
84

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রুয়েল বক্ত (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে আদমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

রুয়েল বক্ত কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নুরুল বক্তের পুত্র।

স্থানীয়রা জানান, মৌলভীবাজারে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আদমপুর ইউনিয়নে তাদের সিএনজি অটোরিকশা দুর্ঘটনাকবলিত হয়। এতে রুয়েল বক্ত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি