এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র ১ম বার্ষিক সাধারন সভা ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনে ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র প্রেসিডেন্ট মোঃ আদিল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট একেএম সামিউল আলম।
তিনি তার বক্তৃতায় বলেন, এপেক্স বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। এপেক্সিয়ানরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের অর্থ দিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন। গত ছয় দশকের বেশি সময় ধরে এপেক্সিয়ানদের সম্মলিত প্রচেষ্টায় দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি সৃজনশীল সমাজ তৈরীতে কাজ করে আসছেন। তিনি এপেক্সের আদর্শকে লালন করে মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ আখতার হোসেন খান, এনএসডি এপেঃ মোঃ শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ডিষ্ট্রিক্ট-৪ গভর্নর এপেঃ এডভোকেট জালাল উদ্দিন, নব নির্বাচিত গভর্নর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিক, এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পিডিজি এপেঃ আহমদ জাকারিয়া, এপেঃ এডভোকেট মিসবাউর রহমান আলম, পিডিজি এপেঃ এডভোকেট মাছুম আহমদ, অতীত সভাপতি এপেঃ মাহবুবুর রহমান এরশাদ, এপেঃ ময়নুল ইসলাম খান শাহেদ, এপেঃ জয়ন্ত চন্দ্র ধর, এপেঃ কৃষিবিদ একেআজাদ ফাহিম, এপেঃ নাজমুল হুদা, এপেঃ এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।
বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুন নবী শাহেদ, ভাইস প্রেসিডেন্ট এপেঃ এসএ শফি, সেক্রেটারী এপেঃ হাফিজ শাহ আদনান, কোষাধ্যক্ষ এপেঃ আব্দুর রহমান তুহিন। বার্ষিক সাধারন সভায় নির্বাচন শেষে নতুন কমিটি ঘোষণা দেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেঃ এডভোকেট একেএম সামিউল আলম।