সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

নৌকার মাঝি রনজিতকে ঘিরে নেতা-কর্মীদের বাঁধভাঙা উল্লাস

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৩ ০৬:২০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
138

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ নিবার্চনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি।

বুধবার দিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে তাহিরপুর উপজেলার সদর পুর্ব বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী রনজিত সরকার। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ও হাওর পাড়ের জনসাধারণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে অ্যাডভোকেট রনজিত সরকার বলেন, ‘আপনাদের নিরলস পরিশ্রম ও ভালোবাসায় সিক্ত আমি। কোনোদিন টাকা পয়সা অর্থ-বিত্তের পিছনে আমি ঘুরে বেড়াই নি। রিক্ত-সিক্ত অবস্থায় জননেত্রী শেখ হাসিনা আমার কাছে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমি সেই রিক্ত হাত নিয়েই আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন, সেই সাথে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস ছোবহান আখঞ্জী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের,  সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,  ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, তাহিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শামীম আখঞ্জী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, তাহিরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া, বালীজুরী ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জয়শ্রী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মহসীন আহমেদ, সুখাইড় রাজাপুর ইউপি সাবেক চেয়ারম্যান আমীনুর রেজা চৌধুরী,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দল জব্বার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মন্জু, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজব আলী সেলী, সাধারণ সম্পাদক শাহ আলী আকবর, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির,ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি এম আর খান, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি